ব্রেন্টফোর্ড ২ : ২ ম্যান সিটি
নটিংহাম ১ : ১ লিভারপুল
সময় খারাপ গেলে যা হয় আর কী! তখন জেতা ম্যাচও হুট করে হাতছাড়া হয়ে যায়। ম্যানচেস্টার সিটির তো এই মৌসুমে সময় খারাপই যাচ্ছে।
আবার সময় ভালো গেলে ভাগ্যও যেন পাশে চলে আসে। হারা ম্যাচ থেকেও তখন পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসা যায়। আর এই মৌসুমে তো লিভারপুল দারুণ সময়ই কাটাচ্ছে।
প্রিমিয়ার লিগে আজ মাঠে নেমেছিল দুই পরাশক্তি দলই। ব্রেন্টফোর্ডের মাঠে অতিথি হয়ে গিয়েছিল ম্যান সিটি, লিভারপুলের ম্যাচটা ছিল নটিংহাম ফরেস্টের বিপক্ষে। কী কপাল! ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ব্রেন্টফোর্ডের সঙ্গে ২-২ ড্র করল সিটি, অন্যদিকে নটিংহামের মাঠে ১-০ গোলে পিছিয়ে পড়েও ১-১ ড্র করে ফিরেছে লিভারপুল।