সন্ধ্যা নামার আগেই সারিটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে গেল। পানজোরা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের উৎসাহ দেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ অপারেটর আবদুর রাজ্জাক দূরবীক্ষণ যন্ত্রটি নিয়ে প্রস্তুত হয়ে গেলেন। একসময় আকাশে উদয় হলো সন্ধ্যাতারা। ছাত্রীরা একে একে চোখ রাখল টেলিস্কোপের লেন্সে। বইয়ের পাতায় যাকে তারা শুক্র নামে জানে, বিস্ময়ে নিজের চোখে দেখল সেই দূরের গ্রহটি।
২০২৪ সালের শেষ দিনে এভাবেই শুরু হয়েছিল সূর্য উৎসবের আনুষ্ঠানিকতা। রাত বাড়তে থাকলে আকাশে বৃহস্পতি, শনিসহ তারকারাজি ফুটে উঠল। ছাত্রীরা ঘুরেফিরে সেসবও দেখতে থাকল। গাজীপুরে কালীগঞ্জের নাগরী ধর্মপল্লির কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতে এরপর শুরু হলো সাংস্কৃতিক পর্ব। তাদের নাচে, গানে সূর্য উৎসবের বর্ষবিদায়ের আয়োজন নতুন মাত্রা যোগ করল।