পিএসএলে নাহিদ রানার দলে সঙ্গী কারা

নাহিদ রানাকে আগেই দেখেছে পাকিস্তান; গত বছর আগস্ট–সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁকে আরও ভালোভাবে দেখার সুযোগ দেশটির ক্রিকেটপ্রেমীদের জন্য।

দর্শকদের এ তালিকায় থাকবেন বাবর আজম ও সাইম আইয়ুবও। চাইলে কল্পনায় এখনই একটা ছবি এঁকে রাখতে পারেন—পিএসএলে আগুন ঝরাচ্ছেন নাহিদ, আর তাই দেখে সতীর্থ হিসেবে করতালি দিচ্ছেন পেশোয়ার জালমি অধিনায়ক বাবর ও ওপেনার সাইম। রানাকে খেলতে কেমন লাগে, সেটা যে তাঁরা আগেই জানেন!

বাবর ও সাইমের মোটেও খুব স্বস্তি লাগার কথা নয়। পাকিস্তানের ধবলধোলাই হওয়া সেই টেস্ট সিরিজে বাবর দুই ম্যাচেই নাহিদের বলে আউট হয়েছেন। ওপেনার হিসেবে সাইমকেও সামলাতে হয় নাহিদের তোপ।

এবারের পিএসএলে অবশ্য পরিস্থিতি ভিন্ন। পেশোয়ার জালমিতে নাহিদ রানা তাঁদের সতীর্থ। ক্যারিয়ারে এই প্রথম দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগে ডাক পেলেন ২২ বছর বয়সী এই পেসার।

নাহিদ রানাকে নিয়ে যে সতর্কবার্তা দিলেন অ্যামব্রোস

ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তিনজন—দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার করবিন বশ, পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান মোহাম্মদ হারিস ও পেসার মোহাম্মদ আলী। শেষের জন অবশ্য নাহিদ রানার পরিচিত। সর্বশেষ টেস্ট সিরিজেই নাহিদের মুখোমুখি হতে হয়েছিল।

গত সোমবার লাহোরের ঐতিহ্যবাহী হাজুরি বাগে পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছেছবি: পিসিবি

গোল্ড ক্যাটাগরিতে নাহিদ নিজেই আছেন। এই ক্যাটাগরিতে বাকি দুজন—আবদুল সামাদ ও  হুসেইন তালাত। সিলভার ক্যাটাগরিতে পাঁচজন এবং ইমার্জিং ক্যাটাগরিতে দুজনকে নিয়েছে জালমি। আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরান (সিলভার) তাঁদের মধ্যে বেশ পরিচিত নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *