টেনিস কোর্টে রাগে-ক্ষোভে র্যাকেট ভাঙার ঘটনার অভাব নেই। তবে আজ অস্ট্রেলিয়ান ওপেনে একটু বেশিই রাগ দেখালেন দানিল মেদভেদেভ। রড লেভার অ্যারেনায় রুশ তারকা নিজের র্যাকেট তো ভেঙেছেনই, চুরমার করেছেন নেটে লাগানো ক্যামেরাও।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ঘটনা। পঞ্চম বাছাই মেদেভেদেভ তখন বিশ্বের ৪১৮ নম্বর খেলোয়াড় কাসিদিত সামরেজের চেয়ে পিছিয়ে। মেদেভেদেভ প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেট জেতেন অখ্যাত এই থাই খেলোয়াড়। প্রথমবার কোনো গ্র্যান্ড স্লাম খেলা সামরেজ যখন তৃতীয় সেট জিততে যাচ্ছেন, তখনই মেজাজ হারান অস্ট্রেলিয়ান ওপেনের তিনবারের রানার্সআপ মেদভেদেভ।