আমি আবার দেখবো পৃথিবীকে দূর থেকে
তোমার সাথে দেখা হয়নি আমার
ধানের ক্ষেতে ও কৃষকের লাঙ্গলের ফলায়
আমি খুঁজে নেব তোমায় কার্তিকের নবান্নে,
সমুদ্রের ঢেউয়ের মত,
আমি আবার আছড়ে পড়বো বালুরাশিতে
তোমার খেলা শেষ হতে আর কত সময় লাগবে ?
আর কখন বা উঠবে চাঁদ?
ঐ আকাশ জুড়ে জোৎস্না এসে ঝলমলে পৃথিবীকে আলোকিত করে
আমি আবার দেখবো তোমার সেই পৃথিবীকে
সবাই আসে আবার চলে যায়
শুধু আমি একা বসে আছি তোমার অপেক্ষায়,
একদিন আমিও চলে যাব
দূরে বহু দূরে তোমার রাত্রির অপেক্ষায়
তবু আমি আবার দেখবো পৃথিবীকে নতুন করে।
তোমার হেটে যাওয়া শব্দ শুনে আমি আবার জেগে উঠবো
আর কল-কাকলির ডাক শুনে তোমায় খুঁজে নেব আমি
হঠাৎ মেঠো পথ পাড়ি দিয়ে,আমি চলে যাব তোমার কাছে
আমি আবার দেখবো পৃথিবীকে।
হীরেন পণ্ডিত