হীরেন পণ্ডিত
আমার ইচ্ছে করে তোমাকে নিয়ে একটি সবুজ পাহাড়ে যেতে
নাম না জানা পাহাড়ি ফুল
লাল-নীল-হলুদ-সাদা ফুলের আভা
ঝকঝকে নীল আকাশ, সাদা মেঘ
সাজানো জুম ফসলের গাছ
দেখে উদাস হতে ইচ্ছে করে।
যেখানে কালো মেঘ অঝোরে কাঁদবে পাহাড়ের ঝর্না হয়ে।
আমার যেতে ইচ্ছে করে তোমাকে নিয়ে
গ্রামের মেঠো পথ পেরিয়ে অনেক দূরে
বসে থাকতে ইচ্ছে করে কাঁশবনের আড়ালে
সন্ধ্যায় নীড়ে ফেরা পাখিদের কোলাহল
হাতছানি দিয়ে ডাক শুনতে ইচ্ছে করে প্রকৃতির।
আমার ইচ্ছে করে হারিয়ে যেতে
নদীর কোনো বাঁকে, কোনো এক মোহনায়
যেতে চাই প্রকৃতির একান্ত সান্নিধ্যে তোমাকে পাশে নিয়ে।
আমার ইচ্ছে করে যেতে তোমাকে নিয়ে
কোনো এক সমুদ্রের কাছে যেখানে নোনা জলের ঢেউগুলো
আছড়ে পড়বে তোমার ওপর।
পাহাড়, গ্রাম, নদী আর সমুদ্রের কাছে
তোমাকে নিয়ে যাব
রাতের অন্ধকার কাছে ডেকে নেবে তোমায়
জোঁনাকিরা ছুটে আসবে তোমার বন্ধু হয়ে
তুমি পাশে থেকে ভালোবাসার রং ছড়াবে হৃদয়ের মাঝে।
তুমি পাশে থাকলেই এই পৃথিবীতে থাকতে ইচ্ছে হয়।