হীরেন পণ্ডিত
হৃদয়ের মাঝে তোমার ছবি আঁকার কথা ছিলো
সেখানে গোলাপের বাগান হলো
সবকিছুই যতনে রাখা হলো
কথা বলার অনেক বাসনা নিয়ে
সেখানে স্বপ্ন সাজানো হলো
ভালোবাসার অনেক প্রত্যাশা ছিলো
তবু শেষ হয় না অপেক্ষার প্রহর।
উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে
এক পথে নিয়ে আসার কথা ছিলো
তুমি আসবে বলে
সবাই বসে আছে তোমার অপেক্ষায়।
পাহাড়-নদী-সমুদ্র তোমাকে স্বাগত জানানোর আশায়
জেগে থেকেছে গভীর রাত
এলোমেলে সুরে কোকিল গেয়েছে তার গান
তোমাকে অভিবাদন জানাতে এসেছিলো শিউলি ফুলগুলো।
অন্ধকারে জোনাকিগুলো আলো জ¦ালিয়ে তোমায় খুঁজেছে বারবার
ঝিঁ ঝিঁ পোকাগুলো অবিরাম ডেকেছে তোমার অপেক্ষায়
সকালের দুর্বাঘাসগুলো শিশিরের ফোটা
মাথায় নিয়ে অপেক্ষা করেছে
তোমাকে বরণ করবে বলে।
কিন্তু কে বলবে ওদের তোমার আসার সময় হয়নি এখনো।
তবু সবাই তোমার অপেক্ষায়।